নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ অক্টোবর ২০২৪

যানজট নিরসন-চাঁদাবাজি বন্ধ-দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও জুলাই হত্যা কান্ডের বিচারের দাবি 

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সমিতির মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫০, ২১ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সমিতির মানববন্ধন

যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও জুলাই-আগস্টের হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সমিতির মানুষেরা। সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় অংশে মানববন্ধনটি হয়।

মানববন্ধনে বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি বিল্লাল হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর হাজী মো. ইব্রাহিম খলিল, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা দ্বীন ইসলামসহ অন্যান্যরা। 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা পুরোপুরি স্বাধীন হইনি, মুক্তি পাইনি। স্বৈরাচার পালানোর পর থেকে একটা গোষ্ঠী চাঁদাবাজি করে যাচ্ছে প্রকাশ্যে। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চাই। 

যানজটের ভোগান্তির বিষয়ে তারা বলেন, যানজটের ভোগান্তি এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশে পরিনত হয়েছে। সরকারকে অতি দ্রুত যানজট নিরসনের কঠোর ভূমিকা রাখতে হবে। 

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা সরকারকে প্রশ্নবৃদ্ধ করবে। আমাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীলতায় আনুক। পাশাপাশি জুলাই আগস্টে স্বৈরাচারের হাতে হত্যার শিকার ছাত্র-জনতার হত্যার বিচার অতি শীঘ্রই করা লাগবে।