নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ সকল অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ১২ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ সকল অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ 

সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য, ভূমি দখলসহ সকল অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ডাচ বাংলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভূমিপল্লাী এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং মো. এনামুল। বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ছাত্রদল নেতা কর্মী অংশগ্রহণ করেন।

এই সময়ে উপস্থিত ছিলেন, মো. আলামীন, মো. আরফিন, মো. ফরহাদ মো. আকাশ, মো. রিজভী, মো. সাহাদাত মো. মিরাজ, মো. তামিম, মো. মাহফুজ ও আরো  অন্যান্য নেতাকর্মী।

এ সময়ে বক্তরা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা এসেছে কেউ যদি এলাকায় বিএনপির নাম বিক্রি করে কারো কাছে থেকে চাঁদাবাজী, জমি দখল, নৈরাজ্য, লুটপাট, মাদক ব্যবসা এবং ঝুট সন্ত্রাসীসহ অবৈধভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাহলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন এই আহ্বান জানান নেতাকর্মীরা।

তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। আওয়ামী সন্ত্রাসীরা দলের নাম বিক্রি করে এখন নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। যারা দলের নাম বিক্রি করে এসকল অপকর্ম করে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করবেন। 

আর কেউ যদি এই কাজের সাথে সম্পৃক্ততা থাকেন তাহলে আজ থেকে ভালো হয়ে যায়। তা না হলে কিন্তু আপনাদেরকে একচুলও ছাড় দেয়া হবে না। য়ারা বিগত ১৭ বছর যাদের দেখেনি তারা কিন্তু ৫ আগস্টের পর থেকে বিএনপি বনে গেছেন। তাঁরা হলো দলের সুবিধা তাদের ভীড়ে প্রকৃত কর্মীরা হারিয়ে যাচ্ছে। 

দলের প্রকৃত কর্মীদেরকে মুল্যায়ান করতে হবে। আর অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া যাবে না। অনুপ্রবেশকারীই দলের নাম বিক্রি করে নৈরাজ্য করে দখলবাজি, চাঁদাবাজি ও লুটতরাজ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।