নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের নির্দেশনায় আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের পাশে থাকার চেষ্টা করেছি।
গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনরাত প্রতিটি পূজা মন্ডপে পাহারা দিচ্ছি। আজকে আমরা এসেছি আপনাদের নিরাপত্তার বিষয় খোঁজ খবর নেওয়ার জন্য।
পৃথিবী যত দিন থাকবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে আমরা হিন্দু -মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বন্দরের ১নং ঢাকেশ্বরী দেব মন্দির পূজা মন্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতিকারী এবং অপশক্তিকারী যদি থাকে তাহলে আগে আমাদের বুকের উপর পারা দিয়ে তাদের উপর আঘাত আনতে হবে। হিন্দু সম্প্রদায়কে বলব আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না আমরা আপনাদের ভাই আপনারাও আমাদের ভাই।
আমরা মিলেমিশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন করেছি এবং আগামী দিনেও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুন্দর আগামীর বাংলাদেশ অপশক্তিমুক্ত সাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা কিন্তু পূজার শুরুতেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিলাম। অতীত ছিলাম এখনো আছে এবং ভবিষ্যতে থাকবো। শুধু এতোটুকুই বলবো আপনারা কোন অপপ্রচারে কান দিবেন না।
আর কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন । সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সফল সমাপ্তির পথে শারদীয় দুর্গোৎসব। আগামীকাল দশমীর মধ্যে দিয়ে শেষ হবে।
বন্দরের ১নং ঢাকেশ্বরী দেব মন্দির পূজা মন্ডপ কমিটির সভাপতি এড. গৌতম পালের সভাপতিত্বে ও বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাসির উল্লাহ টিপু, সোহেল খান বাবু, ইকবাল হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন সোহেল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, যুবদল নেতা খায়রুল কবির মুন্না, মিনহাজুল মিঠু, সম্রাট হাসান সুজন, অদুদ সাগর, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।