বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে বন্দরে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ । ওই সময় গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দসহ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাবের এএসপি সনদ বড়ুয়া। এ ব্যাপারে র্যাব-১১ বাদী হয়ে বন্দর মামলা রুজু করেছে।
এর আগে, সোমবার (৭ অক্টোবর) দিনগত রাতে বন্দরের কাইতাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- বন্দর থানার নবীগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন মিশেল (২৮), একই এলাকার শরীফ হোসেনের ছেলে শাহজালাল বাবু (২৮), একই এলাকার ইসহাক মোহাম্মদের ছেলে রাহাত হোসেন (৩০), বন্দরের কাইতাখালী এলাকার আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (৩০) ও ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মহিদুল ইসলাম মিঠুর ছেলে সোয়াদ ইসলাম (২৫)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদল দীর্ঘ দিন ধরে মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্য ডাকাত মনির হোসেন মিশেলের নামে ৩টি, সোয়াদ ইসলামের নামে ৩টি, শাহজালালের নামে ২টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।