নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৩, ৪ অক্টোবর ২০২৪

সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল। 

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার। সভায় বক্তব্য রাখেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, সাংগঠনিক সম্পাদক অলিউল হাসান অপু, খোরশেদ আলম, বাবু প্রমুখ। 


সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান। বিকেল সাড়ে ৩টা থেকে সমাবেশ স্থলে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও মানুষের উপস্থিতির কারণে বিদ্যালয়ের আশপাশের রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার পর ভুলতা-বিশনন্দী সড়কে যানবাহন চলাচল শুরু করে। একই মাঠে সম্প্রতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান সারা রূপগঞ্জের নেতাকর্মী নিয়ে সমাবেশ করলেও জনগণের তেমন একটা সাড়া মেলেনি।