নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৯, ৩ অক্টোবর ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত মরদেহ উদ্ধার 

 নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলী এলাকায় ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বক্তাবলী ফেরী ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্তাবলী ফেরী ঘাটের পূর্ব পাশ থেকে আমরা একটি পঞ্চাশোর্ধ বৃদ্ধের অজ্ঞাত লাশ উদ্ধার করেছি। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল, দশ থেকে পনেরো দিন আগের হবে এটি। তার পড়নে সাদা পাঞ্জাবি ও পেটে সার্জিক্যাল বেল্ট পরা ছিল। লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা না মৃত্যু।

সম্পর্কিত বিষয়: