নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ২টি স্পিড বোট অরক্ষিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ২টি স্পিড বোট অরক্ষিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নিজ মালিকানাধীন দুটি স্পিড বোট অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

বোটগুলির মধ্যে ইয়ামাহা ৮০ ইঞ্জিনের একটি ও ইয়ামাহা ৭৫ ইঞ্জিনের একটি রয়েছে। স্পিড বোটগুলো চালাতেন মো. রফিক ও আব্দুল জলিল নামে দুই বোট চালক। দীর্ঘদিন যাবত বোটগুলো চালানো ও দেখাশোনা করে আসছেন তারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় জেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পাগলা মেরীন্ডারসনে ম্পীড বোট দুটি পড়ে রয়েছে। 

স্থানীয়রা জানান, এই স্পিড বোটগুলো আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিলে তা নিরাপদে থাকবে। এভাবে নদীতে পড়ে থাকলে যেকোন সময় ক্ষতিসাধন হওয়ায় সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এই মন্ত্রী। এরপরই স্পিড বোটগুলো নিয়ে শুরু হয় নানান আলোচনা। গুঞ্জন ওঠে স্পিড বোট গুলো গোপনে বিক্রি করার চেষ্টা করেন চালক রফিক ও জলিল মিয়া।

সম্পর্কিত বিষয়: