নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি, বৈদেশিক মুদ্রাসহ ১০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি, বৈদেশিক মুদ্রাসহ ১০ লাখ টাকার মালামাল লুট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসির গাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় মুখোশধারী ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশী ধারালো অস্ত্রসহ সড়কে ট্রাক থামিয়ে ব্যারিকেড দিয়ে প্রবাসির গাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাতদল প্রবাসির গ্রীন কার্ড, বৈদেশিক মুদ্রা ৮ টি মোবাইল, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে করে নেয়।

প্রবাসী রবিউল ও তার সাথে থাকা লোকজন জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদ মিয়ার ছেলে রবিউল। দীর্ঘ ৭ বছর পর ইটালী থেকে গত মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে প্রাইভেটকারে নিতে আসেন একই এলাকার প্রবাসির চাচাতো ভাই শাহাবুদ্দিনের ছেলে জুয়েল, মবিউল্লাহর ছেলে নেয়ামত উল্লাহ ও একই গ্রামের আ:রহমান মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মিজানসহ ৪ জন। 

তারা এয়ারপোর্ট থেকে রওয়ানা দিয়ে বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারীখালী ব্রিজ সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছলে ১০-১৫ জনের ডাকাতদল একটি ট্রাকে ইটপাটকেল ছুড়ে সড়কে ব্যাড়িকেড দিয়ে দেশী অস্ত্র রামদা, ছুড়ি নিয়ে ট্রাক ও তাদের প্রাইভেটকারে মুখোশধারী ডাকাত হামলা করে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা ৮ টি দামি মোবাইল সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে যায়। 

পরে তারা স্থানীয়দের নিয়ে মালামাল খুঁজে না পেয়ে থানায় গেলে সড়কে টহলের দায়িত্বে থাকা এসআই আল ইসলামের সাথে যোগাযোগ করতে বলেন। তার কাছে ফোন করলে তিনি তাদেরকে তাৎক্ষনিক সহযোগিতা না করে পরে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন। 

এই বিষয়ে এসআই আল ইসলাম বলেন আমি টহলে ছিলাম। ডাকাতরা তো দুই এক মিনিটে ডাকাতি করে চলে যায়। আমরা দেখতেছি বিষয়টা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির বিষয়টি আমার জানা নেই।  আমি এই থানায় নতুন এসেছি। আগের তুলনায় ডাকাতি কিছুটা কমেছে। এখনো সব অফিসার থানায় যোগদান করেনি। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান চালানো শুরু হয়েছে।