নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে গুলিতে আহত জসিম পঙ্গুত্বের পথে, পাশে কেউ নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে গুলিতে আহত জসিম পঙ্গুত্বের পথে, পাশে কেউ নেই

সিদ্ধিরগঞ্জে রাজমিস্ত্রির কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন কদমতলী এলাকার মো. জসিম খান(৩০)। রাজমিস্ত্রি জসিমের ৮ বছরের এক মেয়ে ও ৩ বছরের এক ছেলে। গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাম হাতসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে তাঁর। 

এর মধ্যে গুলিবিদ্ধ বাম হাত চিকিৎসার অভাবে প্রায় অচল হয়ে পড়েছে। গুলিতে আহত জসিম এখন অনেকটাই পঙ্গুত্ব জীবন-যাপন করছেন। রয়েছেন শয্যাশয়ী, দেখার কেউ নেই। 

জসিমের পরিবার শংকায় দিন কাটাচ্ছে তিনি সুস্থ হয়ে আগেরমত হাত দিয়ে কাজ করতে পারবেন কি না। কান্না জড়িত কণ্ঠে তার স্ত্রী বলেন জসিম সুস্থ্য না হলে সংসার কেমনে চলবে? 

জানাগেছে, জসিম পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলীর ফকির বাড়িতে ভাড়া থাকেন। তিনি পটুয়াখালীজেলার সদর থানার চালিতাবুনিয়া গ্রামের মো. ধলু খান এর ছেলে। চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। তিনি ১০ হাজার টাকা অনুদান পেয়েছিলেন যা চিকিৎসা ব্যায়ে নাম মাত্র। 

আহত জসিমের বাড়িতে গিয়ে দেখা গেছে, শরিলের বিভিন্নস্থানে ছোড়া গুলি ও বাঁম হাতে গুলির ক্ষতস্থান। জসিম বলেন ‘অভাবের সংসার, সংসারের ভার কাঁধে নিয়ে রাজমিস্ত্রির কাজ করেছি। 

জসিম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২১ জুলাই প্রতিদিনের ন্যায় কাজে থেকে বাসায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড ভুমী পল্লীর সামনে পাকা রাস্তার উপর দুষ্কৃতিকারীদের গুলিতে আমার বাম হাতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরি। 

তখন অজ্ঞাতনামা ছাত্ররা আমাকে ঢাকা সরোয়ার্দী পঙ্গু হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আমাকে চিকিৎসা সেবা দিয়ে ভর্তি করান। পরে আমার পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে দেখতে পায় আমার শরীলের বিভিন্ন স্থানে ছোড়া গুলি ও আমার বাম হাতে রাইফেলের গুলির আঘাতে গুরুত্বর অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছি। 

চিকিৎসক জানান যে, আমার বাম হাতের রক্তের নালী ছিড়ে যাওয়ায় পঙ্গুত্ব হয়ে গেছে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে বাসায় আসি। বর্তমানে পরিবারে আমাদের অনেক খরচ। আমার ওষুধ ও পরিবারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে।