নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে চাঁদাবাজির কাউন্টার উচ্ছেদ করলো বিক্ষুব্ধ ছাত্ররা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে চাঁদাবাজির কাউন্টার উচ্ছেদ করলো বিক্ষুব্ধ ছাত্ররা

নারায়ণগঞ্জ  সিটি করপোরেশনের টোল আদায়ের নামে চাঁদাবাজির কাউন্টার উচ্ছেদ ও চাঁদাবাজদের বিতারিত করেছে বিক্ষুব্ধ  শিক্ষার্থীরা। সোমাবর (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করে চাঁদাবাজদের বিতারিত করে। ওই সময় সড়কে দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে সিটি করপোরেশনের নামে বছরের পর বছর ধরে টোলের নামে অটোসহ সকল প্রকার পরিবহন থেকে চাঁদা আদায় করা হত। গত ৫ আগষ্টে আওয়ামীলীগ সরকার পতনের পর চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর পুনরায় চাঁদা আদায় শুরু করলে ছাত্ররা তা বন্ধ করে দেয়।

এভাবে ৩ দফা চাঁদা আদায় বন্ধ করে ছাত্ররা। সোমবার সকালে  ইমতিয়াজ নামে এক ছাত্র এসে কেন চাঁদা তোলা হচ্ছে জানতে চাইলে ওই সময় চাঁদা আদায়কারী রানা, নাদিম ও সাংবাদিক পরিচয়দানকারী মাসুম বিল্লাহ তাকে আটকে রাখে। পরে ছাত্র ইমতিয়াজ অন্যন্য ছাত্রদের খবর দিলে নাজিম উদ্দিন ভ’ইয়া কলেজ ও কদম রসুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এসে চাঁদায় আদায়ের কাউন্টার উচ্ছেদ করে দেয়।

এ সময় চাঁদা আদায়কারীরা সরে যায়। ছাত্ররা জানায়, চাঁদাবাজরা পতিত সরকারের ক্যডার আজমেরী ওসমানের প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছিল। এখন থেকে বাংলার জমিনে কোন চাঁদাবাজি চলবে না। কোন পরিবহন চালক চাঁদা দিবে না। যারা চাঁদা নিতে চাইবে তাদের প্রতিহত করা হবে।

এ ব্যপারে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা বলেন, কামাল উদ্দিন মোড়ে সিটি করপোরেশন থেকে টোল আদায়ের ইজারা দেয়া আছে। তবে সেটা আমার ওয়ার্ড নয়। তারা কত করে টোল আদায় করে আমার জানা নেই। এ ব্যপারে টোল আদায়কারী রানার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।