নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্ধোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্ধোধন

আড়াইহাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে এক যুগে এই কর্মসূচী শুরু হয়েছে। আড়াইহাজার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  সুমান্তদেব নাথ জানান, ১০  ইউয়িনে মোট ২০ জন ডিলার নতুন করে নিয়োগ দেওয়া হবে।

এই সকল ডিলারগণ  সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্যক্রম পরিচালনা করেন। মোট ৭ হাজার ৭৯ জন হতদরিদ্র মানুষ এই সুবিধা পাবেন। প্রতিজন ১৫ টাকা করে মোট ৩০ কেজি চাল পাবেন।

সকালে চৈতনকান্দা কেন্দ্রে উদ্ধোধন করেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ,  সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন,  ছাত্রদল নেতা রবিউল আউয়াল সুজন উপস্থিত ছিলেন।

একই কড়ইতলা তাল তলা কেন্দ্রে উদ্ধোধন করেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এই সময় স্থানীয় ইউপি সদস্য ইকবাল ফকির, খাদ্য অফিসের প্রতিনিধি হায়দার আলী উপস্থিত ছিলেন। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, আমরা সব গুলো কেন্দ্র  আমাদের অফিসারের  মাধ্যমে  তদারকি করছি। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: