রূপগঞ্জে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে গোলাকান্দাইল মজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে এ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম,অত্র সংগঠনের উপদেষ্টা ও গোলাকান্দাইল মজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা আক্তার, সংগঠনের উপদেষ্টা গোলাম সাদেক,আব্দুল কাদির সুমন,সংগঠনের সভাপতি সলিহিন শাওন,সাধারণ সম্পাদক মোঃ গোলাম শহিদুল ইসলাম, জীতু, আকাশ, পারভেজ,বেলায়েত, জানে আলম,তৌকির,শাকিল, রবিউল, রিপন, রিয়াজসহ অনেকে।