নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় ট্রাক চালকদের মারধর, বিচারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লায় ট্রাক চালকদের মারধর, বিচারের দাবিতে বিক্ষোভ

ফতুল্লার পঞ্চবটীতে সড়কের কাজ করা প্রজেক্টের কিছু কর্মী ট্রাক চালকদের মারধর করেছে এমন অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে সড়কে ট্রাক ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফতুল্লা থানার সামনে থেকে পঞ্চবটী পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। সকাল ১০ টার দিকে এ নিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায়, চালকদের প্রতিনিধি ও প্রজেক্টের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য বৈঠক হয়। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে এবং মধ্যস্থতার বৈঠকের খবরে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেন চালকরা। 

চালকদের অভিযোগ, গতরাতে ২ টার দিকে পঞ্চবটীতে প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাকের চালকরা জোর করে চলাচল করলে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক ড্রাইভারকে মারধর করে। এর জের ধরেই সকাল থেকে ফতুল্লা থানার দুই পাশে সড়কে ট্রাক ফেলে অবরোধ করে থানার গেটে তারা বিক্ষোভ করেন। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সড়কের একপাশে যানজট সরিয়ে স্বাভাবিক করা হয়েছে। রাতে প্রজেক্টে একটি ঘটনা নিয়ে এরকম পরিস্থিতি হয়েছে। আমরা প্রজেক্টে সেনাবাহিনীর সহায়তায় বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছি। দ্রুতই যানজট নিরসন হবে, কাজ চলছে।