নারায়ণগঞ্জ সোনারগাঁ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রবিবার (৮ সেপ্টেম্বর ) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো:- ১- অধ্যক্ষের নিঃশর্ত অব্যাহতি ও বিচার চাই, ২-ভাউচার বাণিজ্য সহায়তাকারী শিক্ষকদের অব্যাহতি এবং বিচার চাই, ৩-প্রতিষ্ঠানের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড শিক্ষক কমিটি গঠনের মাধ্যমে সচ্ছতা নিশ্চিত করতে হবে, ৪-প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে, ৫-পিকনিকের নামে ছাত্রী হয়রানির সাথে সংশ্লিষ্ট সকলের বিচার করতে হবে, ৬-যোগ্য এবং শিক্ষিত ব্যক্তিদের কে নিয়ে প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করতে হবে।
এদিকে খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম বারী এসে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা মহাসড়ক থেকে চলে যায়।
এবিষয়ে ওসি এম এ বারী বলেন. শিক্ষার্থীদের দাবি যুক্তিক। আমি ইউএনও মহোদয় সাথে শিক্ষার্থীদের দাবির জন্য কথা বলে সমাধান করব বলে আশ^াস দিলে তারা চলে যায়।