নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে ব্যবসায়ীর স্ত্রীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে ব্যবসায়ীর স্ত্রীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় শ্বাশুড়ী  ও দেবরের বিরুদ্ধে ব্যবসায়ীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী ফাহিমা আক্তার বাদী হয়ে দেবর-শাশুড়ী ও ননদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে ফাহিমা আক্তার উল্লেখ করেন, উপজেলার পেরাব তাজমহল এলাকার সিরাজুল ইসলামের মেয়ে ফাহিমা আক্তার। গত ১১ বছর আগে একই এলাকার নুর আহাম্মদের ছেলে মাসুম ভূইয়ার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। 
তাদের পরিবারে ১০ বছরের একটি ছেলে ও ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমার স্বামীর ছোট ভাই মামুন ভূইয়া এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত। 

এ কারনে প্রায় পরিবারের অশান্তির সৃষ্টি করতো। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো। শ্বাশুড়ীও দেবরের পক্ষ নিয়ে কারণে অকারেণ গালমন্দ করতো। গত ৮ মাস ধরে তাদের অত্যাচার আরও বেড়ে যায়। এ নিয়ে স্থানীয় মাতব্বররা বিচার শালিস করে গত ৪ মাস যাবত আমাদের আলাদা (ভিন্ন) সংসার করার জন্য রায় দেন। 

এতে আরো ক্ষিপ্ত হয়ে যায় আমার শ্বাশুড়ী মাকসুদা বেগম, ননদ বিথিী ও দেবর মামুন। পূর্ব শত্রুতার জের ধরিয়া শুক্রবার বিকেলে আমার ঘরের ভিতর প্রবেশ করে দরজা জানালা ভাংচুর করে। এসময় তাদের বাধা দিলে আমার জামা কাপড় ছিড়ে এলোপাতারী পিটিয়ে রক্তাক্ত আহত করে।

আমার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের সহযোগীতায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এসময় অভিযুক্তরা আমার ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।