নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিমকে অব্যহতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৪

সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিমকে অব্যহতি

সোনারগাঁ উপজেলাধীন সাদিপুর ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম সরকারকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 

রবিবার ( ৮ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বিগত ২২ আগষ্ট অভিযোগের ভিত্তিতে এবং ২৫ আগষ্ট সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠন তন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়বাদী দল (বি এন পি) সাদিপুর ইউনিয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে আপনাকে অব্যহতি প্রদান করা হলো। 

এবিষয়ে মো. সেলিম সরকার বলেন, আমি লোকমুখে জানতে পেরেছি আমাকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। কেন বা কি কারণে অব্যহতি দেওয়া হয়েছে তা আমার জানা নেই।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠন তন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়বাদী দল (বি এন পি) সাদিপুর ইউনিয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।