নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আড়াইহাজারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানব বন্ধন করেছে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি  কলেজের শিক্ষারথীরা। বরিবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যাক্ষ আব্দুছ সালামের পদত্যাগের দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালন করে তারা। 

মানব বন্ধনে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন,অর্থ আদায়ে অনিয়ম শিক্ষকদের দলীয় মনোভাব পরিহার, ক্যাম্পস থেকে অধ্যাক্ষের বাসভবন অপসারণ সহ  ১৬ দফা দাবি তুলে ধরে তারা। আগামী ১ সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসুচীর ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

১৬ দফা দাবিগুলো হলো :

১। কলেজে কোনো প্রকার সবজি চাষ করা যাবে না। সকল গাছ পরিস্কার করে খেলায় উপযোগী মাঠ পস্তুত করতে হবে।

২। কলেজে কোন প্রকার ছাত্র রাজনৈতিক চলবে না এবং সকল প্রকার শিক্ষকদের দলিয় মনোভাব বন্ধ করতে হবে। সেই সাথে নিরপেক্ষ শিক্ষক দ্বারা কলেজ পরিচালনা করতে হবে। 

৩। ভর্তি ফরম, উপবৃত্তি ফরম ও ফরম ফিলাপের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। কলেজের রিসির্ট ব্যতিত অর্থ আদায় করা যাবে না।

৪। কলেজের মেইন রাস্তা থেকে নতুন ভবন ও পুরাতন ভবন পর্যন্ত রাস্তা থাকতে হবে।

৫। কলেজের অর্থ আদায়ের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং সিস্টেম চালু থাকতে হবে।

৬। কলেজের কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার স্থাপন করতে হবে।

৭। কলেজের ক্যন্টিন পূনরায় চালু করতে হবে।

৮। ছাত্র ছাত্রীদেরে আলাদা ওয়াসরুম ও কমনরুমের ব্যবস্থা থাকতে হবে। যে গুলো আছে সে ব্যবহার উপযোগী করে দিতে হবে।

৯। দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ এবং ফ্রি বই বিতরণ করতে হবে।

১০। প্রতিবছর নবীন ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানের মাধ্যমে বরন করে নিতে হবে এবং বিদায়ী ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিতে হবে।

১১। কলেজের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমানে বই রাখতে হবে ও দৈনন্দিন কমপক্ষে ইংরেজী পত্রিকাসহ চারটি পত্রিকা রাখতে হবে।

১২। কলেজের ভবনের বারান্দা থেকে ভাঙ্গা চেয়ার টেবিল নেটজাল বাশ গুবোর অপসারন করে দিতে হবে।

১৩। কলেজের সকল হিসাব নিকাশ ছাত্র ছাত্রীদের ও কমিটির গণ্য মান্য ব্যক্তি বর্গদের সম্মুক্ষে উপস্থাপন করতে হবে। সরকারী বিধি মোতাবেক হিসাব কার্য পরিচালনা করতে হবে।

১৪। শ্রেণী কক্ষে পরিস্কার পরিচ্ছন্ন লাইট, পাখা, স্পিকার সহ সকল শিক্ষার উপকরন নিশ্চিত করতে হবে।

১৫। অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িত অশালীন আচরণকারী ও গুটিবাজ হিসাব রক্ষক লোকনাথের অপসারণ চাই।

১৬। কলেজের সকল হিসাব নিকাশ ছাত্র ছাত্রীদের ও কমিটির গণ্যমান্য ব্যক্তি বর্গদের সম্মুক্ষে উপস্থাপন করতে না পারলে প্রিন্সিপাল আবদুস সালাম কে বিনা স্বার্থে পদত্যাগ গ্রহণ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।