নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

প্রবাসীদের পক্ষে কথা বলায় দেশে ফেরত পাঠানো হচ্ছে বন্দরের রায়হানকে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৮, ২৫ জুলাই ২০২০

প্রবাসীদের পক্ষে কথা বলায় দেশে ফেরত পাঠানো হচ্ছে বন্দরের রায়হানকে

প্রবাসী শ্রমিকদের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশি নাগরিক মো. রায়হান কবিরকে দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। রায়হান কবিরের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে।

তিনি যাতে আর কখনো মালয়েশিয়ায় যেতে না পারেন, সেজন্য তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও শনিবার (২৫ জুলাই) জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দায়াইমি দাউদ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদনে বলা হয়, টানা দুই সপ্তাহের গোয়েন্দা তৎপরতার পর শুক্রবার রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান এই নিপীড়নের প্রতিবাদ করেছেন।

আল-জাজিরার প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে এতদিন পালিয়ে ছিলেন তিনি। রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন।

তিনি জানান, ২০১৪ সালে তোলারাম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রাহয়ান। সেখানেই বিএ পাস করে।

সম্পর্কিত বিষয়: