নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪

মহানগর বিএনপি নেতা টিপু`র উপর সন্ত্রাসী হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৪

মহানগর বিএনপি নেতা টিপু`র উপর সন্ত্রাসী হামলা, আহত ১০

বন্দরে বিএনপির বহিস্কৃত গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। হামলায় ৫জকে কুপিয়ে জখমসহ ১০ জন আহত হয়েছে। 


গুরুতর আহতরা হলেন-নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল কবির মুন্না, যুবদল নেতা আনোয়ার হোসেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে। 


তথ্য সূত্র জানায়, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সমাবেশে যোগ দিতে অটো রিকসা যোগে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু বন্দরের নবীগঞ্জ কামলা উদ্দিনের মোড়ে পৌছালে বন্দরের সন্ত্রাসী সৌরভের নেতৃত্বে শতাধিক লোকজন তাকে বহনকারী অটো থামিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি গণপিটুনির শিকার হন। 


হামলাকারীরা হলেন-আমান সরদারের ছেলে সৌরভ, রাজিব, গনি মিয়ার ছেলে মোস্তাক, সিরাজ উদ্দিনের ছেলে টুটুল, সাদেকের ছেলে সানি, কাশিপুরের জোড়া মার্ডার মামলার প্রধান আসামী জাহাঙ্গীর বেপারী, তম্ময় ও রবিনসহ শতাধিক সন্ত্রাসী। 

এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির বহিস্কৃত আতউর রহমান খান মুকুল ও আবুল কাউসার আশার নেতৃত্বে তার লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়েছে। আমিসহ অনেক নেতাকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।


এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, টিপুর অভিযোগ সত্য নয়। হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এই মাত্র শুনলাম। 


তবে এ বিষয়ে কাউন্সিলর আবুল কাউসার আশার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 


এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: