ফতুল্লার আলীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ও তার ছেলে আবু নোমান মিঠুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেল গংদের বিরুদ্ধে।
আহত আবুল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকার আব্দুল আলীম ছেলে।
এই ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ফতুলা মডেল থানায় মোজাম্মেল ওরফে মুজাম, মোঃ রিপন, মোঃ আলম, রাজু, জিন্নাহর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সবাই আলীগঞ্জ এলাকায় বসবাস করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রোববার রাতে ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আবুল হোসেনকে মারধর করে। এ সময় প্রকাশ্যে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে তার ছেলে আবু নোমান মিঠু এগিয়ে আসলে তাকেও মারধর শুরু করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা মোজাম্মেল ও তার সহযোগীদের হাত থেকে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
আবু নোমান মিঠু জানান, বিভিন্ন সময় মোজাম্মেল ওরফে মুজা লোকজন নিয়ে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দিবে না। এমনকি জোরপূর্বক আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে তালা ঝুলিয়ে দেবে।শুধু তাই নয় দাবি কৃত চাঁদা না দিলে হত্যার হুমকিও প্রদান করে। এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করছে তারা। তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বিষয়টা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।