নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

বন্দরে নিজ সন্তানকে জিম্মি করে স্বামীর ঘর থেকে ফার্নিচার হাতিয়ে নিলো স্ত্রী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে নিজ সন্তানকে জিম্মি করে স্বামীর ঘর থেকে ফার্নিচার হাতিয়ে নিলো স্ত্রী 

বন্দরে নিজ সন্তানকে জিম্মি করে স্বামী বসত ঘর থেকে  প্রায় সাড়ে ৩ লাখ টাকা ফার্নিচার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাষন্ড স্ত্রী জনি বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ও স্ত্রী কর্তৃক নির্যাতিত স্বামী রতন মোল্লা বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে পাষান্ড স্ত্রী ও শ্বশুড়/শ্বাশুড়ীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে এবং আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৮ বছর পূর্বে  বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে জনি বেগমের সাথে একই থানার আলীনগর এলাকার আক্তার হোসেন মোল্লার ছেলে রতন মোল্লার ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। 

বর্তমানে তাদের সংসারে রাফি নামে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত ১ মাস পূর্বে জনি বেগম তার স্বামী অমতে তাদের একমাত্র সন্তানকে নিয়ে তার পিত্রালয়ে আসে। দীর্ঘ দিন ধরে পিত্রালয়ে থাকার সুবাদে গত মঙ্গলবার দুপুর ১২টায় স্বামী রতন মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীসহ ছেলে রাফিকে বাড়িতে আসতে বলে। 

ওই সময় তার স্ত্রী ও তার মা হেলেনা বেগম ছেলে রাফিকে না নিয়ে বাড়িতে আসে। এ ঘটনায় স্বামী রতন মোল্লা এর প্রতিবাদ করলে এ নিয়ে তাদের  মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রতন মোল্লা ক্ষোভ প্রকাশ করে বাড়ি থেকে বের হয়ে গেলে ওই সুযোগে লোভী স্ত্রী জনী বেগম তার পিতা আনোয়ার হোসেন, মা হেলেনা বেগম ও শ্যালক আল আমিনসহ অজ্ঞাত নামা ৩/৪ জন রতন মোল্লার বাড়ি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে কৌশলে পালিয়ে যায়। 

পরে ওই দিন বিকেল ৩টায় এ বিষয়ে স্বামী রতন মোল্লা প্রতিবাদ করলে ওই সময় শ্যালক আল আমিন ও তার শ্বশুড় আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি প্রদান করে। 

এক পর্যায়ে অবস্থা বেগতি দেখে নিরিহ স্বামী রতন মোল্লা জরুরি সেবা ৯৯৯ কল দিলে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পর্কিত বিষয়: