নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

শোনলেন অভিযোগ, দিলেন দিকনির্দশনা

গিয়াসউদ্দিনের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০১, ২ সেপ্টেম্বর ২০২৪

গিয়াসউদ্দিনের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফতুল্লা থানা ও এর অন্তর্ভূক্ত ইউনিয়ন বিএনপির নেতারা। ২ সেপ্টেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ এই সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুমুন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক জেলা ছাত্রদল নেতা বিপ্লব, ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক আমির হোসেন প্রমূখ।


সৌজন্য সাক্ষাতকালে বিএনপির নেতারা জেলা বিএনপির সভাপতির কাছে বেশ কিছু সুপারিশ ও দাবি তুলে ধরেন। একই সঙ্গে তারা বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তুলেন।

তারা বলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না। আজ তারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট চালাচ্ছে। ফতুল্লায় এসব কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কঠোর হস্তে দমন করার আবেদন করেন তারা।

এদিকে নেতাকর্মীদের অভিযোগ মনযোগ দিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন শুনেন এবং তিনি তাদেরকে জানান, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। যারা এসব অপকর্মে জড়িত তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপনসহ জেলা বিএনপি বরাবর সুপারিশ করার কথা বলেন।

একই সঙ্গে তিনি সকলকে ঝুট সন্ত্রাসী, মাদক, চাঁদাবাজি, জবরদখল থেকে বিরত থাকারও আহ্বান করেন। তিনি সকলকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যদি কেউ মনে করেন তিনি আমার লোক বলে ছাড় পাবেন তাহলে ভুল। অন্যায় যিনি করবেন তিনি অন্যায়কারি হিসেবেই চিহ্নিত হবেন। কোনো প্রকার ছাড় পাবেন না।