নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৯, ২ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কে মাদক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে উপজেলার কায়েতপাড়া গ্রামে এ মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।এতে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া।

এ সময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবী মাজারুল ইসলাম মাজু, মোবারক ভূঁইয়া, শ্রী শ্রী বনদুর্গা সেবা আশ্রম মন্দিরে সাধারণ সম্পাদক শংকর রায়, কায়েতপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু সাহিদ, সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া, যুবদল নেতা আক্তার হোসেন, তারেক মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মিয়া, জয়নাল হাজারী, জহিরুল ইসলাম সুমন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

মাদকবিরোধী সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া, তালাশকুট, কায়েতপাড়া ও খামারপাড়া এলাকাটি রাজধানীর ঘেষা হওয়ায় প্রতিদিন শহর থেকে মাদকসেবীরা বাইকযোগে এ সব গ্রামে মাদকসেবন করতে আসে। 

এ সুযোগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমল থেকে প্রশাসনকে ম্যানেজ করে  প্রায় ১৫ থেকে ২০  টি পরিবার সরাসরি ইয়াবা,ফেনসিডিল,গাঁজা ও চোরাই মদ বিক্রি করে আসছে।বিভিন্ন সময়ে এসব নিয়ে বিগত দিনে প্রতিবাদ করেও লাভ হয়নি। 

এখন স্বৈরাচার সরকারের পতনের ফলে  সচেতন  বাসিন্দারা একাট্রা হয়ে মাদক কারবারিদের বাড়িতে বাড়িতে সাইনবোর্ড ঝুলাবো।পাশাপাশি কারো কাছে  মাদক পেলে তাঁকে সাংবাদিক ও পুলিশ ডেকে আইনের আওতায় দেব। 

এ সময় এলাকাবাসী প্রতিশ্রুতি দিয়ে বলেন, এসকল গ্রামের কোন মাদককারির সাথে কেউ আত্নীয়তা, সুসম্পর্ক বজায় রাখবো না বরং তাদের মাদক কারবার বন্ধ করতে কঠোরভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলা হবে।
 

সম্পর্কিত বিষয়: