নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

ফতুল্লা বাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৩, ২ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লা বাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং

নারায়নগঞ্জের ফতুল্লা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

তদারকির সময় নিত্য পণ্যের দাম মনিটরিং করা হয়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

সেলিমুজ্জামান জানান, তদারকি কালে মুল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদী দোকানীকে আলম ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার এবং মক্কা ট্রেডার্স কে ১ হাজার মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি সতর্ক করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খন্দকার ও ফতুল্লা থানা পুলিশের একটি টিম।