নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙিয়ে রাসেল বাহিনীর চাঁদাবাজি, অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৮, ৩০ আগস্ট ২০২৪

সোনারগাঁয়ে বিএনপির নাম ভাঙিয়ে রাসেল বাহিনীর চাঁদাবাজি, অভিযোগ দায়ের

সোনারগাঁও থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের ক্রস ফায়ারে নিহত গিট্টু হৃদয়ের বিশ^স্ত সহচর রাসেলসহ তার বাহিনীর বিরুদ্ধে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও নানা ধরণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সন্ত্রাসী রাসেল তার নিজেকে সোনারগাঁও উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বলয়ের লোক বলে পরিচয় দিয়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সুফিয়াপ্লাজা ৫টি দোকান বন্ধ করে রেখেছে এবং মাসিক চাঁদা হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে। এ সময় রাসেল সঙ্গে হাবিবপুর এলাকার ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই মার্কেটে অবস্থান করছিল।

এ ঘটনায় মার্কেট মালিক সেফালি আক্তার গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ত্রাসী রাসেলসহ অজ্ঞাতনামা আরো ১০-১২জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন ব্যবস্থা গ্রহন করেননি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় শেফালী আক্তারের স্বামী জলিল বেপারী জানান, পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর (মাদলাপাড়া) গ্রামের মৃত সাফাতুল্লাহর ছেলে থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী রাসেল (৩৫) ও তার সঙ্গীরা গত প্রায় ৩-৪ দিন যাবত দেশীয় অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে সুফিয়াপ্লাজার দোকানদার ও কর্মচারীদের কয়েক দফা মারধর করে দোকান থেকে বের করে দেয়।

এ ব্যাপারে আমার স্ত্রী মার্কেট মালিক শেফালী আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করলে, সন্ত্রাসী রাসেল তার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। 

তিনি আরো জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতা মান্নানের প্রভাব খাটিয়ে রাসেলের সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রীর নিজস্ব জমিতে নির্মিত দোকানে চাঁদা চাইছে, তার দাবিকৃত টাকা না দেয়ায বাড়িতে এসে হামলা চালিয়েছে। দেশটা মগের মুল্লুকে পরিনত হয়ে যাচ্ছে। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

ভুক্তভোগী দোকানদার জাহাঙ্গীর আলম বলেন, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে র‌্যাব-১১ এর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হোন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয়। তার মৃত্যুর পর আত্মগোপনে থাকার পর বর্তমানে আবারো সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি ও ত্রাসের রাজ্য কায়েম করতেই আমাদের দোকানে চাঁদাবাজি ও হামলা চালায় রাসেল ও তার গুন্ডা বাহিনী।

এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।