নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর সভা কক্ষে এক সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় যুদ্ধকালিন আড়াইহাজার থানার পশ্চিমাংশের কমান্ডার খালেকুজ্জামান মোল্লা কে আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সিদ্দিক ভূঁইয়া কে যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক কমান্ডার মোঃ লালমিয়া কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অপরাপর সদস্যরা হলেন মোঃ মুছা মিয়া, মোঃ মোসাদ্দেক হোসেন খান, মোঃ সফর আলী মিঞা, মোঃ শাহজাহান ভূঁইয়া এবং আঃ বাতেন।
সভায় প্রতিটি ইউনিয়ন কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা জানান, বিগত পকেট কমিটির নীতি বহির্ভূত কর্মকান্ডের কারণে জরুরী সভা আহ্বান করে পূর্বের পকেট কমিটির অস্তিত্ব অস্বীকার করে সকল মুক্তিযোদ্ধারা একমত হয়ে উক্ত আহ্বায়ক কমিটি গঠন করেছেন।