বন্দরে সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদ আলী বিরুদ্ধে সিমাহীন দূর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অসদাচরন এবং বিদ্যালয়ের অর্থ লুটের ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি ও পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে উল্লেখিত প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক মহল।
রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কালে শিক্ষার্থী ও অভিভাবক মহল বলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহামুদ আলী দূর্নীতি মাধ্যম বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে রাতারাতি কোটি টাকা মালিক বনে গেছে।
এ ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে। তার সিমাহীন দূর্নীতি কারনে আমাদের প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। অনতি বিলম্বে আমরা দূর্নীতিবাজ প্রধান শিক্ষককের পদত্যাগের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী শিক্ষার্থী অনিক হাসান, আলভি, সবুজ, রকিবুল, ইয়াছিন সিকদার, ফাহিম, নবম শ্রেণী শিক্ষার্থী সামিদ, ৭ম শ্রেণী শিক্ষার্থী মুসফিক, ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী ফাহিম, হাসান, আপন, ১০ শ্রেণী শিক্ষার্থী উর্মি, বৈশাখী,স্বার্ণা, রজনী,লক্ষী, মিতু ও ৮ম শ্রেণী শিক্ষার্থ রেশমী প্রমুখ। পরে আন্দোলণরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় বন্দর শাহীমসজিদ এলাকার সমাজ সেবক সালাউদ্দিন, সেলিম, সোহেল, আশ্রাফুল,নুরুল ইসলাম, হাফেজ আমির হোসেন, ডাঃ হাবিবুর রহমান, সলিমুল্লাহ, অলিউল্ল্যাহ, হালিম ও আলমাসসহ বন্দর শাহীমসজিদ, সালেহনগর,হাফেজীবাগসহ বিভিন্ন এলাকার অভিভাবক মহলসহ সাধারন জনগন। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাছে স্মরকলিপি প্রদান করে।