নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

“টক অব দ্য বন্দর’’ মদনপুর যুবলীগ সভাপতি প্রার্থী, এখন সাচ্চা যুবদল নেতা !

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ২৪ আগস্ট ২০২৪

“টক অব দ্য বন্দর’’ মদনপুর যুবলীগ সভাপতি প্রার্থী, এখন সাচ্চা যুবদল নেতা !

বন্দরে সালাম চেয়ারম্যানের অন্যতম সহযোগী আশিকুর রহমান ওরফে ত্রাস আশিক এখন বিএনপি নেতা। ইদানীং ফেসবুকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক পোষ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। 

আশিক তার আইডি থেকে বিভিন্ন জনের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেকে জেলা ছাত্রদলের সাবেক নেতা দাবি করলেও কিছুদিন আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীকে কটাক্ষ করে বিদ্রুপ পোষ্ট করেন। পরিস্থিতি বুঝে আশিক তার আইডি থেকে সেসব পোষ্ট ডিলেট করে দেন। 

কিন্তু  হরিণী চতুর আশিক তার পোস্ট রাতারাতি ডিলেট করে বিএনপি নেতা-নেত্রীদের ছবি দিয়ে পোষ্ট দিলেও অনেকেই তার পূর্বেকার পোষ্ট স্ক্রীনশর্ট রেখে বিভিন্ন আইডি থেকে তার চরিত্রের গুণাবলী তুলে ধরছেন। আশিকের বিষয়টি বর্তমানে টক অব দ্য বন্দর হয়ে দাড়িয়েছে। 

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মদনপুর ইউনিয়নের জনৈক ব্যবসায়ী জানান, আমরা জানি আশিক বন্দর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি সালাম চেয়ারম্যানের সসস্ত্র ক্যাডার ছিলেন। সব সময় সে সালাম চেয়ারম্যানের কথায় বিভিন্ন চাঁদাবাজী থেকে শুরু করে সব রকমের অপকর্ম করতো। 

অপরাপর ব্যক্তি একই শর্তে জানান, মদনপুরে চলমান বৈষম্য ছাত্র আন্দোলনে ৪ আগস্ট সকাল থেকে মদনপুরে চলে উত্তাল অবস্থা। ১দফার দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশে সহমত জানিয়ে অবস্থা নেন সাধারন জনতা।

তারা শান্তিপূর্ণ ভাবে তাদের আন্দোলন কর্মসূচি পালন করেন। আর সে সময় মদনপুর ইউপি চেয়ারম্যান সালামের  পালিত সন্ত্রাসী মদনপুর যুবলীগের সভাপতি প্রার্থী আশিকুর রহমান আসিকের নেতৃত্বে, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা করেন সাধারন শিক্ষার্থী ও জনতার উপর। এতে করে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনা ঘটে। 

সে সময় সাধারণ শিক্ষার্থীরা জানান, দেওয়ানবাগ এলাকার যুবলীগের মদনপুর ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী সালামের পালিত সন্ত্রাসী  আশিক প্রকাশ্যে বিদেশি অস্ত্র হাতে গুলি করতে থাকেন এবং তার সাথে থাকা সকলের কাছে দেশি অস্ত্র দিয়ে আমাদের সাধারণ আপনাদের ওপর নিশংস হামলা চালায়। আহতদের উদ্ধার করে মদনপুরে বারাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এবং এই আশিক তার ফেসবুক আইডি থেকে হকিস্টিক হাতে  বিএনপির জামাত শিবির ও ছাত্রদের দমনের জন্য একাধিক পোস্ট করেন। তিনি তাতে লেখেন..বিএনপি ও তাদের মিত্র নিষিদ্ধ সংগঠন জামাত-শিবির সারা বাংলাদেশের যে নৃশংস সহিংসতা ও বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে দেশ রক্ষাতে আমি আশিকুর রহমান আশিক আলহাজ্ব গাজী এম এ সালামের নেতৃত্বে রাজপথে আছি।

৫ আগস্ট সোমবার স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই গা ঢাঁকা দেন সালাম চেয়ারম্যান ও তার পালিত সন্ত্রাসী আশিক ও তার অনুসারিরা। এর পরপরই নিজেকে বাচাঁতে আসিক তার ফেসবুক আইডি থেকে ছবি চেঞ্জ করে কভার পিক ও প্রোফাইল পিকচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি দেন। এবং বিএনপির নেতাদের সাথে আত্তাত করে চাইছেন তার  অতিতের সব অপর্কম ঢাকতে।

মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মোঃ জহিরুল ইসলাম ভূইয়া তার ফেসবুক আইডি থেকে আওয়ামীলীগের ব্যানার হাতে আশিকের একটি ছবি দিয়ে পোস্ট করেন তা হুবহু তুলে ধরা হলো।

একটা সময় ছিল বন্দর উপজেলা নামক একটি ব্যানার ধরবে এমন লোক খুঁজে পাওয়া যেত না আর এখন আশিকের মতন লোক অভাব হয় না আশিকের মত কিছু লোক কে যখন দেখি বিএনপিকে নিয়ে অনেক কিছু লিখে। তখন নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়। এর কারণ কি?