নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কায়েত মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রীসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (২২ আগষ্ট) সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা সোনারগাঁ শপিং কমপ্লেক্স ৩য় তলায় শায়খ আবু তাওয়ামা সংসদ এর কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাওলানা ইউসুফ আহমদ এরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন শায়খ আবু তাওয়ামা সংসদ এর সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামী । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়াতুল ফালাহ মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা মুহতামিম মুফতী হাসান মাহমুদ হাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধার টীম লিডার সানাউল্লাহ বেপারী,পরিচালক ওমর ফারুক, দৈনিক খোলা কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন,সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, গনধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, আলোর দিশারী সংসদ এর সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।