নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ১৯ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের গত কয়েক দিনের অব্যাহত আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আউয়াল মোল্লা। সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলে।

শিক্ষার্থীরা অধ্যক্ষের পদ ত্যাগের দাবিতে বাঁশ ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক কয়েক  ঘন্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও।

পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি লিখিত পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

শিক্ষার্থীরা জানান, গত দুদিন ধরেই ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও  জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে  অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে  শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আউয়াল মোল্লার পদত্যাগ পত্র পেয়েছি। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।