নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের হিন্দু ভাই-বোনদের জানমালের নিরাপত্তা প্রদান করার জন্য। সংখ্যালঘু বলতে এখানে কিছু নেই।
আমি মনে করি স্বাধীন বাংলাদেশ সবার এখানে কেউ সংখ্যালঘু না। আমাদের সবার একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
আমাদের সবার এই দেশে সম্মানের সাথে বসবাসের অধিকার রয়েছে। আমরা এ নতুন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করব।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডস্থ ঢাকেরশ্বরী মন্দিরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে মন্দিরের সেবায়েত ও পুরহিতদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনার প্রতিবেশীর খোঁজ নিন আপনার বাড়ির আশেপাশে যে হিন্দু ভাইবোন আছেন তাদের খোঁজ নিন। তাদেরকে রক্ষা করুন কারণ আমাদের ইসলাম ধর্মেও কখনোই কোন ধর্মের লোকজনের উপর অত্যাচার করার নির্দেশনা নেই।
এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। একটা কাজ তাই আমরা সকলে মিলে সকলের বিপদ-আপদে পাশে দাঁড়াবো এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ব।
ঐতিহ্যবাহী ঢাকেরশ্বরী মন্দির পরিচালনা কমিটি সহ- সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস আরো বলেন, মুকুল ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা কালিন তিনি সরকারি ভাবে ও ব্যাক্তিগত ভাবে এখানে অনেক অনুদান দিয়েছে। তার দেওয়া অনুদারের অর্থ আজ দৃশ্যমান হয়ে আছে। আপদে বিপদে সব সময় মুকুল ভাইকে আমাদের পাশে পেয়েছি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ঢাকেরশ্বরী মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক এড: গৌতম পাল বলেন, ঢাকেরশ্বরী মন্দির নানা সমস্যা জর্জরিত। তাই মন্দিরটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। মন্দিরের বাকি সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য মুকুল ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি।
অবস্থান কর্মসূচিকালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি এড: বিল্লাল হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক আমজাদ মেম্বার, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল, বিএনপি নেতা কামাল হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, মোশারফ, সাইফুল, শাহআলম, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল, মালেক মেম্বার,আসলাম, নূর ইসলাম, আমির হামজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক ও জান্নাতুল ফেরদৌস রাজিবসহ নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।