আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকে দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক কিংবা মহাসড়কে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালনকারীদের পাশে দাড়াচ্ছেন অনেকে।
এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সড়কে দায়িত্বপালনকারীদের এক বেলা নাস্তার ব্যবস্থা করেছেন কয়েকজন যুবক।
সোমবার (১২ আগস্ট) সকালে চিটাগাংরোড অংশে দায়িত্ব প্রাপ্তদের জন্যে সকালের নাস্তা দিয়েছেন মো. শুভ খান ও ইয়াছিন আরাফাত।
দেখা গেছে, একদল যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে একত্রিত হয়ে সড়কে ট্রাফিকের দায়িত্বপ্রাপ্তদের সকালের নাস্তা হিসেবে পাস্তা, পানি, সস আর হ্যান্ডগ্লাভস দিয়েছেন।
তারা জানিয়েছেন তাদের সাধ্যমতো শিক্ষার্থীদের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন। সামনের দিনগুলোতে আবারও তাদের পাশে দাড়ানোর চেষ্টা করবে।
এসময় উপস্থিত ছিলেন, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, ঢাকা টাইমসের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো: আকাশ, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, ব্যবসায়ী নূর নবী ও ইমরান প্রমূখ।