নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর ২টি বসতবাড়ী, আফনান এগ্রো ফার্মের ১০টি গরু ও সোনালী মৎস খামারে মাছ লুটের ঘটনা ঘটেছে ।
গত সোমবার (৫ আগস্ট) বিকেল ও মঙ্গলবার (৬ আগস্ট) একই সময়ে বন্দর থানার নোয়াদ্দা, কল্যান্দী বাসস্ট্যান্ড ও পশ্চিম হাজীপুর এলাকায় দুই দফা সন্ত্রাসী হামলার পর এ লুটপাটের ঘটনা ঘটে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ১ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে সাবেক ভাইস চেয়ারম্যানের স্ত্রী এ কথা জানান।
তিনি গণমাধ্যমকে আরো জানান, শেখ হাসিনা পদত্যাগের ওই দিন বিকেলে ও গত মঙ্গলবার একই সময়ে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেন শাহ ভাগ্নিা রাব্বি, সোনাকান্দা এনায়েতনগর এলাকার টিপু, বাবু, সুমন ও সালেনগর এলাকার পিংকি বাহিনী আগ্নেঅস্ত্র ও দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ২টি বসতবাড়ীতে অতর্কিত হামলা চালায়।
ওই হামলাকারিরা আমাদের ২টি বসত বাড়ি ও আমাদের ভাড়াটিয়া নতুন ধারা কনজুমার প্রডাক্টে ব্যাপক ভাংচুর লুটপাট করে। পরে আমাদের এগ্রো ফার্মের ১০টি গরু ও মৎস খামার থেকে মাছ লুট করে প্রায় ১ কোটি টাকা ক্ষতিসাধন করে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।