নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে আওয়ামীলীগ, ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মদনপুরে রণক্ষেত্র পরিনত হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার কেওঢালাস্থ বেঙ্গল ফ্যাক্টরীর গেইট সংলগ্ন এ ঘটনা ঘটে।
জানাগেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা রোববার সকাল ১০ টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। পরে দুপুর ১২ টার দিকে কয়েক হাজার ছাত্রজনতা একটি মিছিল নিয়ে মহাসড়কের কেওঢালা বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর সামনে পৌঁছায়।
এসময় বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী নিয়ে ছাত্র জনতার মিছিলে হামলা ও প্রকাশ্যে গুলি ছুঁড়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা । এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। প্রায় তিন ঘন্টা সংঘর্ষে মদনপুর কেওঢালা এলাকায় রণক্ষেত্র পরিনত হয়েছে। এতে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থী সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।