নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১৭, ৩ আগস্ট ২০২৪

বন্দরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

নারায়ণগঞ্জ বন্দরে এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়েছে অহিদুজ্জামান অহিদ নামে এক সাবেক ছাত্রলীগ  নেতা ওতার অনুসারিরা। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ আগষ্ট) সকালে বন্দর উপজেলার  মদনপুর বাসস্ট্যান্ড এলাকায়। আহত আওয়ামীলীগ নেতার নাম নাছিরউদ্দিন।  তিনি ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। হামলাকারীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদের অনুসারী বলে ভুক্তভোগীর অভিযোগ।


ভুক্তভোগী নাসিরউদ্দিন গনমাধ্যমকে জানান, বিএনপি- জামায়াত নৈরাজ্যের বিরুদ্ধে পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার দুপুরে  আওয়ামীলীগের উদ্যেগে মদনপুরে শান্তির সমাবেশ যোগদান করি। ওই সময় মঞ্চে বসে থাকাবস্থায় পদবি বিহীন ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মিলে আমার ওপর অর্তকিত হামলা চালায়। পরে অন্যান্য আওয়ামীলীগের নেতারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  পরবর্তীতে হামলাকারি অহিদুজ্জামান অহিদকে এনে আমার কাছে ক্ষমা চাইয়ে মিমাংসা করে দেন। অহিদের  বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করায় আমার ওপর হামলা চালায় অহিদ ও তার সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা অহিদের সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।