নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে পুরাতন ইট দিয়ে শীতলক্ষ্যা তীরের ওয়াকওয়ে নির্মাণে অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৬, ৩১ জুলাই ২০২৪

বন্দরে পুরাতন ইট দিয়ে শীতলক্ষ্যা তীরের ওয়াকওয়ে নির্মাণে অভিযোগ

বন্দর নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটি’র ওয়াকওয়ে নির্মাণে পুরাতন ইট দিয়ে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। 

বুধবার (৩১ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ গুদারা ঘাট হতে জামাল সোপ ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার ওয়াকয়ে নির্মাণে পুরাতন ইট ও নিম্ন মানের বালু ব্যবহার করা হয়। নদীর তীরবর্তী ওয়াকওয়ে নির্মাণে নিম্ন মানের বালু ও পুরাতন ইট ব্যবহারে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশংকা প্রকাশ করে এলাকাবাসী বলেন, নদীর তীরে এসব নিম্ন মানের সরঞ্জাম দিয়ে ওয়াকয়ে নির্মাণ কত দিন টিকবে সেটাই দেখার বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার রবিউল ইসলাম রবি জানান আমাদের কিছু পুরাতন ইট আছে, তবে অধিকাংশই নতুন ইট ও অরিজিনাল বালু।

বি আই ডব্লিউ টি এ যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন এবিষয়টি সরাসরি দেখেন পিডি শাহেনেওয়াজ কবির তিনিই দেখাশোনা করেন আমাদের সাথে কথা বলে কোন লাভ নেই, তারা আমাদের জিজ্ঞাসাও করে না, তারা ইট কিনলো না বালু কিনলো নাকি এর ভিতরে কাধাঁ দিলো তাও জানি না।

প্রকৌশলী ডিরেক্টর (পিডি) শাহেনেওয়াজ কবির জানান, বিষয়টি আমার জানা ছিল না। আমি অতিদ্রুত ব্যবস্থা নিচ্ছি।