নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সদর উপজেলায় আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ৩০ জুলাই ২০২৪

সদর উপজেলায় আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শোভাযাত্রা, গাছের চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোঃ মাহবুবুর রহমান সরকার এর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের ৫ টি উপজেলায় এই বৃক্ষ রোপণ অভিযান ২০২৪ এর  কর্মসূচি পালন করা হচ্ছে। 

এ অভিযান সফল করতে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপন করেন নারায়ণগঞ্জ সদর  উপজেলা'র  নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম।

বৃক্ষ রোপণ শেষে উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কমান্ডার, দলনেতা ও দলনেত্রীগণের মধ্যে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়। 

বৃক্ষ রোপণ ও বিতরণী এ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম ও প্রশিক্ষিকা ফাতেমা বেগম,নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ সহ প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: