নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মোঃ ফেরদৌস (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ জুলাই) রাত আটটার দিকে জেলার আড়াইহাজার থানার বান্টি বাজারের করোতোয়া কুরিয়ার সার্ভিসের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস আড়াইহাজার থানার বান্টি বাজারের শান্তিপাড়ার কবির হোসেনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নুল আবেদীন,উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহাকরী উপ-পরিদর্শক রুবেল হোসেন মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ৮ টার দিকে জেলার আড়াইহাজার থানার বান্টি বাজারের করোতোয়া কুরিয়ার সার্ভিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ মোঃ ফেরদৌস নামের এক যুবক কে গ্রেফতার করে।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।