নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

কাঁচপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০০, ১১ জুলাই ২০২৪

কাঁচপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে খাদপন্য জুস তৈরি ও বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়।

 

বুধবার  (১০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।

 

সেলিমুজ্জামান জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক এলাকায় মেসার্স মক্কা ট্রেডার্সকে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এবং বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মিথ্য বিজ্ঞাপন দিয়ে শিশু খাদ্যপন্য জুস তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ এবং ৪৪ ধারায় ১ লাখ মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।পাশাপাশি বিপুল পরিমান অনুমোদনহীন জুস ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই প্রতিষ্ঠানটি অনুমোদন হীন ভাবে শিশু খাদ্যপন্য তৈরি করে আসছিল।

সম্পর্কিত বিষয়: