নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

বন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পুরুষ নিহতের ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৩, ১০ জুলাই ২০২৪

বন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পুরুষ নিহতের ঘটনায় থানায় মামলা

বন্দরে সড়ক দুর্ঘটনায় (৪০) বছরের অজ্ঞাত পুরুষ নিহতের ঘটনায় থানায়  মামলা রুজু হয়েছে।  গত মঙ্গলবার ( ৯ জুলাই) রাতে ধামগড় ফাঁড়ি উপ- পরিদর্শক মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা রুজু করেন।  যার মামলা নং- ১৫(৭)২৪ ধারা- ১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

এর আগে গত মঙ্গলবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহরস্থ এ এইচ বি ব্রিক ফিল্ডের সামনে এ র্মমান্তিক ঘটনাটি  ঘটে।  দূর্ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে র্মগে প্রেরণ করে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অজ্ঞাত নামা গাড়ী চালক মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা (৪০) বছরের এক পুরুষকে ধাক্কা দিলে শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়ে উল্লেখিত পাঁকা রাস্তার উপর ছিটকে পরে মৃত্যুবরণ করে। পরে এলাকাবাসী  বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কর্মকর্তা এস আই কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। দূর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।   নিহত অজ্ঞাত পুরুষের নাম পরিচয় জানার চেষ্টা অব্যহত রয়েছে।