নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ৬ জুলাই ২০২৪

আড়াইহাজারে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়ি যাওয়ার জন্য নদীতে নেমে পানির স্রোতে তলিয়ে আবির (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

এদিকে ছেলেকে হারিয়ে শোকে নিহতের বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে আত্মীয় স্বজনসহ পুরো এলাকায় সৃষ্টি হয় শোকের মাতম।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আবির ওই এলাকার উজ্জলের ছেলে। সে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যয়ণরত ছিলো।

জানা গেছে, স্কুলের টিফিন বিরতিতে বন্ধুদের সাথে বাড়িতে যাওয়ার সময় সাঁতার কেটে নদী পার হবে বলে নদীতে নামে আবির। এ সময় নদীর মাঝখানে গেলে পানির স্রোতে তলিয়ে যায় সে।

খবর পেয়ে আত্মীয় স্বজনরা নদীতে জাল ফেলে খোঁজতে থাকে। এতে তার সন্ধান না পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল ৪টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।