নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে নাইটগার্ডের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ৩০ জুন ২০২৪

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে নাইটগার্ডের মৃত্যু

বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার ল্যাম্প পোষ্টে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণাধীন বিল্ডিংয়ের নাইটগার্ড নিহত হয়েছেন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা (৪৮)। শনিবার (২৯ জুন) রাতে বন্দর থানার সিএসডি গেইট সংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডিএলাকার মৃত জানু মিয়ার ছেলে। 

এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ রোববার (৩০ জুন)  সকালে  দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক রাতে নাসিক ২৩ নং ওয়ার্ড সিএসডি খান বাড়ি এলাকায় এক নির্মাণাধীন বিল্ডিংয়ে নাইটগার্ড হিসেবে কর্মরত রয়েছে।  দিনে প্লাস্টিকের বোতল,  ভাঙ্গারি মালামাল টোকাতেন।  তা বিক্রি করেই  জীবিকা নির্বাহ করতেন। 

গত শনিবার রাতে যে কোন  সময়ে  নিজ এলাকায় রাস্তার মাঝখানে  ল্যাম্পপোষ্টের খুঁটির  নিচের  মাটি খোঁড়া খুঁড়ি করে। পরে বৈদ্যুতিক তার বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে মারা যায়। রোববার ভোরে এলাকাবাসী ল্যাম্পপোষ্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

বন্দর থানার এসআই মো.মামুন বলেন, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে  সিরাজউদ্দৌলা ক্লাব- নবীগঞ্জ গামী রাস্তার খান বাড়ি মোড়  রাস্তার ডিভাইডারের মাঝখানে স্থানীয় লোকজন বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্করের  মৃতদেহ জড়ানো অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ কর্মীদের  মাধ্যমে বিদ্যুতের সুইচ বন্ধ করে  মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে  লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।