বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার ৬৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোয়েব গোপালগঞ্জ জেলার একই থানার কাজুলিয়া এলাকার শামছুল হক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে ঢাকা রমনা থানার হোল্ডিং নং- ২৪৫/১ উত্তর নয়াটোলা পাগলা এলাকায় বসবাস করে আসছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব ১১ সিপিসি -১ নারায়নগঞ্জ সদর পুলিশ পরির্দশক বিল্পব ভৌমিক বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৫(৬)২৪।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি সোয়েবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত মাদক ব্যবসায়ী থানা হাজতে আটক আছে।