নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

বন্দরে ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১১, ২৪ জুন ২০২৪

বন্দরে ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক গ্রেপ্তার

অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুক (৪২)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ওরফে ভাল্লুক একই এলাকার সামছুউদ্দিন ওরফে সামু ডাকাতের ছেলে। গ্রেপ্তারকৃতকে সোমবার (২৪ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত রবিবার (২৩ জুন) রাতে বন্দর থানার রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানার তথ্য সূত্রে জানা গেছে,বন্দর থনার এসআই মফিজুল ইসলাম সহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশ ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।