নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে ১০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি রিয়াজুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ৭ জুন ২০২৪

বন্দরে ১০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি রিয়াজুল গ্রেপ্তার

বন্দরে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম (২৮) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রিয়াজুল ইসলাম বন্দর উপজেলার যোগিপাড়া এলাকার মৃত বাদল মিয়ার ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক আসাদুজ্জামান তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১০(৬)২৪। 

শুক্রবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (৫ জুন) রাত সাড়ে টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের মেঘনা হইতে সাইনবোর্ড গামী ফুটওভার ব্রীজের নিচে পাঁকা রাস্তা উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারি রিয়াজুল ইসলাম দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত তাকে গ্রেপ্তার করা হয়।