নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪০, ৬ জুন ২০২৪

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বৃহস্পতিবার (৬ জুন) ভোররাত পৌনে ৪ টার দিকে আটি এলাকায় প্রবাসী জাহাঙ্গীরের টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে। 

জাহাঙ্গীরের বড় ভাই মো. শহিদুল্লাহ জানান, রাত পৌনে চারটার দিকে ডাকাতরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তারা  ঘরে থাকা জাহাঙ্গীরের স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে।

পরে তার ২ বছরের বাচ্চা তাওহীদ ও পাশের কক্ষে থাকা আমার বোনের দুই ছেলে সজিব (১৭) ও সাজ্জাদ (১৫) তাদেরকে নেশা জাতীয় কিছু মিশ্রিত রুমাল দিয়ে মুখচেপে ধরে অজ্ঞান করে প্রায় ৪০ মিনিট পর্যন্ত লুটপাট চালিয়ে ভোর হওয়ার আগেই চলে যায়। 

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, একজন প্রবাসীর টিনসেট বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।