নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

পাঠ্যপুস্তকের পাশাপাশি বই ও পত্রিকা পড়বা : ডিসি মাহমুদুল হক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৩, ২৯ মে ২০২৪

পাঠ্যপুস্তকের পাশাপাশি বই ও পত্রিকা পড়বা : ডিসি মাহমুদুল হক

শিক্ষার্থীদের উদ্দেশ্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, তোমাদের এইখানে লাইব্রেরিতে কি কি বই আছে? বই গুলা উলটাইয়া দেখবা। বই পড়বা তোমরা, তোমার নিজের পাঠ্যপুস্তকে যেটা আছে, তার পাশাপাশি তুমি বই পড়বা।

বুধবার (২৯ মে) সকালে মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক পক্ষ (১৫-৩০ মে) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন, আলিম পরীক্ষার্থীদের দোয়া ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তোমরা ক্লাসের পড়ার পাশাপাশি পত্রিকা পড়বা। তুমি প্রতিদিন যদি পত্রিকা পড়ো, পত্রিকা গুলো উলটাইয়া দেখবা দেশে কি হচ্ছে, কোথায় কি সংবাদ আছে। প্রথম প্রথম ভালো লাগবেনা, পড়তে পড়তে তোমার নেশা হয়ে যাবে পত্রিকা পড়ার।

যেই শিক্ষার্থীরাই পত্রিকা পড়বে, বই পড়বে, তাদের জীবনে কিন্তু সে মাদ্রাসায় পড়লো না স্কুলে পড়লো এটা নির্ভর করেনা। দেখবা তোমার বন্ধু কেহু একজন চাকরী পাচ্ছেনা, দারে দারে ঘুরছে। কিন্তুু তুমি খুব টপ পজিশনে চলে গেছো।

এর জন্য বলছি পত্রিকা পড়তে হবে। আমার ধারণা, ছাত্র জীবনে আমার প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস ছিল বলে এবং বই পড়ার অভ্যাস ছিল বলে আজকে আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।  

মাহমুদুল হক আরো বলেন, এখন যে কারিকুলাম অনুযায়ী শিক্ষা পদ্ধতি, সম্মানিত শিক্ষকরা যেভাবে পড়ান, যেভাবে তারা গাইড দেন, ওইভাবে তোমরা পড়বা। আমি অনেককে দেখেছি, ইংরেজী পত্রিকা পড়তে পারে না, তোমাদের বেলায় যেন এটা না হয়। তোমরা এখন থেকে পড়ার চেষ্টা করো। 

আমি শিক্ষক-অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো, আপনারা শিক্ষার্থীদের তিনটি শ্রেণীকে একটি করে গ্রুপ করে দেন যাতে তারা আলোচনা করতে পারে। তাদেরকে সেই সুযোগ করে দেন। গ্রুপের তালিকা আমি দেখতে চাই। আর শিক্ষার্থীদের লাইব্রেরিতে পাঠাবেন, যাতে তারা নতুন নতুন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে।

মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোহাম্মদ মামুনুর রশিদ জালালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান, মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য এম.এ. হালিম জুয়েল ও সদস্য আলহাজ¦ ইসহাক মিয়া প্রমূখ।