নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪১, ২৫ মে ২০২৪

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লার লঞ্চঘাট থেকে তিন কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়ের  মফিজুল ইসলামের পুত্র। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (২৫ মে) আদালতে পাঠিয়েছে পুলিশ।

এরআগে শুক্রবার দিবাগত রাতে তাকে ফতুল্লা লঞ্চঘাটস্থ রশিদের ফলের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের সাথে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেছ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটস্থ রশিদের ফলের দোকানের সামনে  অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা তিন কেজি গাজা সহ জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করে।