নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

এ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডারের ভেতর  ৬০ হাজার পিস ইয়াবা! (ভিডিও)

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৩, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি এ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবার সঙ্গে জড়িত থাকার অপরাধে মো: ইসহাক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানার উত্তর হ্নীলা হোয়াইক্যং  এলাকার মো: কামালের ছেলে।

রোববার (১২ মে) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে এ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশী করা হয়। এসময় অক্সিজেন সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় সংরক্ষিত ৬টি প্যাকেটে  ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইসহাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান থাকবে।