নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গা শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ১১ মে ২০২৪

বন্দরে ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গা শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে একটি ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করার সময় লোহার প্লেট মাথায় পড়ে রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রুবেল নীলফামারি জেলার সৈয়দপুর থানার মুশুরডুলিয়াস্থ টেপাদাও থানার ফজলুল হকের ছেলে। 

শনিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। এরআগে শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার মাহামুদনগরস্থ মিশু ডকইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করলে পুলিশ মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিক রুবেল প্রতিদিনের ন্যায় গত শুক্রবার বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকার মিশু মিয়ার মালিকানাধীন মিশু ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করছিল। ওই সময় অসাবধানতা বসত  হাঠাৎ একটি লোহার প্লেট  ভাঙ্গারী শ্রমিক রুবেলের মাথায় পরে গেলে সে মারাত্মক ভাবে জখম হয়।

পরে আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।